‘পুলওয়ামা হামলার পরেও সংখ্যালঘুদের তুষ্ট করতে মরিয়া মমতা’
নয়াদিল্লি: পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৪ জন সেনা জওয়ান। যার জেরে উত্তপ্ত গোটা দেশ। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্যে ফুঁসছে গোটা দেশ। শুধু সামরিক ভাবেই নয়, কুটনৈতিকভাবেও যাতে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া যায় সেজন্যে ঘুঁটি সাজাচ্ছে মোদী সরকার। আর এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পররাষ্ট্র বিষয়ে আমি সচরাচর মন্তব্য করি না। এ সব ক্ষেত্রে দেশের অবস্থানই আমার অবস্থান। তবে এদিনের ঘটনার পর পরই জানিয়ে দেওয়া হয়, এ ঘটনার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বিশদে না গিয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে নেওয়া ঠিক নয়। বিষয়টা খুবই স্পর্শকাতর। সেটা মাথায় রেখে আগে তদন্ত করা হোক। তার পর দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।
তাঁর এই বিস্ফোরক মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি সংশ্লিষ্টদের অভিযোগ, পুলওয়ামার ঘটনা নিয়েও রাজনীতি করছেন মমতা। তিনি সংখ্যালঘুদের তুষ্ট করার জন্য এতটাই মরিয়া যে পুলওয়ামার ঘটনার পর পাকিস্তানের উপর দোষারোপেও তিনি আপত্তি জানাচ্ছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৪ জন জওয়ান। ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ। আত্মঘাতী জঙ্গির ভিডিও প্রকাশ করেছে তারা। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, পাকিস্তানের মাটিতে বসেই পুরো হামলার ছক সাজানো হয়েছে। গোটা দেশ পাকিস্তানে বিরুদ্ধে। সেখানে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য কীভাবে করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।