Friday, June 20, 2025
Latestদেশ

সনাতনী রীতি মেনে রাফায়েলের ‘শস্ত্র পুজো’, রাজনাথকে সমর্থন নির্মলার

নয়াদিল্লি: বিজয়া দশমীর দিন যুদ্ধবিমান রাফায়েল হাতে পেয়ে ফ্রান্সের মাটিতে ‘শস্ত্র পুজো’ সম্পন্ন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর তা নিয়ে সমালোচনা শুরু করে কংগ্রেস। কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খারগে দাবি করেন এই শস্ত্র পুজো সম্পূর্ণ ‘তামাশা’। যদিও রাজনাথ সিংহ সাফ জানিয়েছেন, রাফায়েল পুজো করে কোনও ভুল করেননি, যা করেছেন ধর্মীয় বিশ্বাস থেকেই করছেন এবং আবারও করবেন।

এবার রাজনাথ সিংহের রাফায়েল যুদ্ধবিমানের শস্ত্র পুজোকে সমর্থন জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর মতে, এটা ভারতীয় ঐতিহ্যের অন্তর্গত। অর্থমন্ত্রী নির্মলা বলেন, আমার মনে হয়, রাজনাথ সিংহ যা যা করেছেন, সবই ঠিক। এই দেশে শস্ত্রপুজোর মাহাত্ম্য আছে।

নির্মলার প্রশ্ন, শস্ত্র পুজোর ভুল কোথায়? আপনার কাছে এটা অন্ধ ভক্তি হতে পারে। কিন্তু সেটা আপনার বিশ্বাস। তাই যারা পুজোটা বিশ্বাস করেন, তাঁদের পালন করতে দিন। রাজনাথ সিংহ বিজয় দশমীর দিন নতুন বিমানের পুজো করেছেন। ক্ষতি কী? এই দেশে এই সব জিনিসের একটা আলাদা গুরুত্ব আছে। রাজনাথ সিংহ যা করেছেন, সব ঠিক করেছেন।

প্রসঙ্গত, বিজয়া দশমীর দিন যুদ্ধবিমান রাফায়েল পেয়ে শস্ত্র পুজোর মাধ্যমে এই যুদ্ধবিমানকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাফায়েল হাতে পেয়ে রাজনাথ সিং বলেন, দশেরা মানেই বিজয়া দশমী, যেদিন আমার অশুভর ওপর শুভর জয়কে উদযাপন করি, এদিন ভারতীয় সেনারও ৫৮৭ তম বার্ষিকী। সবদিক থেকেই এই দিনটি অত্যন্ত প্রতীকি।