Sunday, March 16, 2025
দেশ

চন্দ্রযান-২ এর ল্যান্ডার ‘বিক্রম’ অক্ষত, থার্মাল ইমেজ সংগ্রহ করেছে অরবিটার: ইসরো প্রধান

বেঙ্গালুুরু: চন্দ্রপৃষ্ঠে অবস্থান করছে চন্দ্রযান ২ এবং তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, রবিবার জানালেন ইসরো প্রধান কে শিভান। শনিবার মধ্যরাতে চন্দ্রযান-২ এর ল্যান্ডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার একদিন পরেই এ খবর শোনালেন তিনি। ইসরো প্রধান জানিয়েছেন, খোঁজ মিলেছে বিক্রম ল্যান্ডারের। চন্দ্রযানের অরবিটারের মাধ্যমে বিক্রমকে খুঁজে পাওয়া গিয়েছে।

রবিবার ইসরোর তরফে জানানো হয়েছে, বিক্রম ল্যান্ডার এক্কেবারে অক্ষত অবস্থায় রয়েছে। যা নিঃসন্দেহে খুশির খবর ভারতের জন্য। প্রসঙ্গত, ইসরোর সঙ্গে বিক্রমের যোগাযোগ বিচ্ছিন্ন হতেই ধারণা করা হয়েছিল, বিক্রম ল্যান্ডার সম্ভবত চাঁদের ২.১ কিলোমিটার দূরে থাকতেই ধ্বংস হয়ে গিয়েছে।


ইসরো প্রধানের মন্তব্য উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আমরা চাঁদের পৃষ্ঠে বিক্রম ল্যান্ডারের অবস্থান খুঁজে পেয়েছি, ল্যান্ডারের একটি থার্মাল ইমেজ সংগ্রহ করেছে অরবিটার। তবে এখনও পর্যন্ত ল্যান্ডারের সাথে কোনও যোগাযোগ করা যায়নি। আমরা যোগাযোগের চেষ্টা করছি। খুব দ্রুতই যোগাযোগ করা যাবে।

২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে চন্দ্রযান ২। চন্দ্রযান ২ এ রয়েছে, অরবিটার, ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান।