Friday, March 21, 2025
খেলা

বুমরাহর বোলিং তাণ্ডবে প্রথম ইনিংসে ১১৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

কিংস্টন: ১১৭ রানে শেষ হল ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। যশপ্রীত বুমরাহ তৃতীয় ভারতীয় হিসেবে করে ফেলেছেন টেস্ট হ্যাটট্রিক। ১৬ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন তিনি। ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় দিনের খেলার ঘন্টা খানেকের মধ্যেই প্যাকআপ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এদিন শেষ উইকেটগুলি তুলে নিলেন মহম্মদ শামি, রবীন্দ্র ডাজেদা, ইশান্ত শর্মা। ফলো অন অবশ্য ওয়েস্টইন্ডিজকে করায়নি ভারতীয় দল। তারা দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমেছে।

প্রথম ইনিংসে ভারত থেমেছিল ৪১৬ রানে। সঙ্গে হনুমা বিহারীর প্রথম টেস্ট সেঞ্চুরি। ২২৫ বলে ১১১ রান করেন তিনি। সব মিলে এই টেস্ট ভারতীয় ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের নবম ওভারে হ্যাটট্রিক সম্পন্ন করেন বুমরাহ। পরপর তিন বলে তিনি ফিরিয়ে দেন ড্যারেন ব্রাভো, শামরাহ ব্রুকস ও রোস্টন চেজকে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ক্যারিবিয়ান ব্রিগেড। মাত্র ৩৩ ওভার খেলেই ৭ উইকেটে ৮৭ রান করে তাঁরা। ক্যারিবিয়ান ব্রিগেডের হয়ে ৩৪ রান করেন হেটমেয়ার।

জসপ্রীত বুমরাহ ৯.১ ওভারে ১৬ রান দিয়ে ৬ টি উইকেট নেন। এর আগে ইরফান পাঠান ও হরভজন সিং দুই ভারতীয় বোলার যারা হ্যাটট্রিক করেছেন টেস্টে।