Saturday, July 19, 2025
রাজ্য​

রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৩৫ জন

কলকাতা: রাজ্য জুড়ে চলছে কড়া বিধি-নিষেধ। বুধবার প্রকাশ করা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এবং নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৯২৩ জন। বেড়েছে সুস্থতার হার। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৩.৮৫ শতাংশ।

নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজারের নিচে নামলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা। ১৩৫ জনের মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪৩ জন ও কলকাতায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় মৃত্যু হয়েছে ১০ জনের। যার জেরে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৫,৮১৩ জন।

উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছে। সেখানে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১,৮৬০ জন। কলকাতায় গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত ১,০৪০ জন।

রাজ্যে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৩,৯৪,৭২৪ জন। মোট সক্রিয় কেসের সংখ্যা ৭০,০১৫ টি। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৭৫ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়। লক্ষ্যণীয় ভাবে কমেছে নতুন করে আক্রান্ত সংখ্যা। এদিন রাজ্যে সংক্রমণের হার ছিল ১১.৮৭ শতাংশ।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।