Monday, March 17, 2025
Latestরাজ্য​

কেন্দ্রীয় প্রকল্পে মমতার না, বছরে ৬ হাজার টাকা পাবেন না বাংলার কৃষকরা

নয়াদিল্লি: আয়ুষ্মান ভারতের পর এবার প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা। ফের প্রকাশ্যে এল কেন্দ্র-রাজ্য সংঘাত। আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্পে সামিল হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। যার ফলে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় তিনটি কিস্তিতে বছরে ৬ হাজার টাকা পাবেন না বাংলার কৃষকরা।

নয়াদিল্লিতে বুধবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উষ্মাপ্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনার দ্বারা দেশের বহু কৃষক উপকৃত হয়েছেন বলে দাবি করেছেন প্রকাশ জাভড়েকরের। এদিকে পাল্টা রাজ্য সরকার জানিয়েছে, পশ্চিমবঙ্গের নিজস্ব প্রকল্প চালু রয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযগ, কৃষকদের বঞ্চিত করছে তৃণমূল সরকার। দিলীপ ঘোষের কথায়, এটাই প্রথম নয়। এর আগেও কেন্দ্রীয় প্রকল্প থেকে মানুষকে বঞ্চিত করেছে মমতা সরকার। গরিব কৃষকদের নিয়ে ভাবতে রাজি নন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এবারই প্রথম নয়, এর আগেও কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে সামিল হয়নি রাজ্য সরকার। যদিও তৃণমূলের পাল্টা দাবি ছিল, আয়ুষ্মান ভারতের অনেক আগে থেকেই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু রয়েছে রাজ্যে। ফলে কেন্দ্রীয় প্রকল্পে সামিল হওয়ার কোনও প্রশ্নই নেই।