Thursday, November 13, 2025
কলকাতা

পাগড়ি টেনে খুলেছে, গোল টুপি হলে খুলতে পারত না: দিলীপ ঘোষ

বর্ধমান: বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ, জল কামান স্প্রে করে পুলিশ। প্রিয়াঙ্গু পান্ডের ব্যক্তিগত দেহরক্ষী বলবিন্দর সিংয়ের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত বলে জানা গিয়েছে। আগ্নেয়াস্ত্র বিতর্কের মাঝেই বলবিন্দরের পাগড়ি টেনে-হিঁচড়ে খুলে দেওয়ায় ঘটনা নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব, শিরোমনি অকালি দল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, হরভজন সিং এই ঘটনায় শিখ জাতিকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন।

এবার এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই ঘটনায় মমতা সরকারের বিরুদ্ধে বিশেষ সম্প্রদায়ের প্রতি তোষণের অভিযোগ তুলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পুলিশকে।

শনিবার দিলীপ ঘোষ বলেন, আমাদের প্রিয়াংশু পাণ্ডের ব্যক্তিগত দেহরক্ষী বলবিন্দর সিং। উনি একজন প্রাক্তন সেনা জওয়ান। দেহরক্ষীকে গ্রেফতার আইন বিরুদ্ধ। দেহরক্ষীকে গ্রেফতার করার কোনও নজির ভূ-ভারতে নেই। তাঁকে পুলিশ যেভাবে অসম্মান করেছে তা লজ্জার। আমি চ্যালেঞ্জ করছি পুলিশকে- যদি গোল টুপি মাথায় থাকত তবে পুলিশ কি গ্রেফতার করতে পারতো? একজন শিখ বলেই পুলিশ তাঁর পাগড়ি খুলে দিয়েছে। কয়েক দিন আগেই যারা বিশেষ সুবিধাপ্রাপ্ত তাদের লাথি খেয়ে পুলিশ হাওড়ায় শান্তিমিছিল করেছিল। এসব তোষণের রাজনীতি।

দিলীপ ঘোষ আরও বলেন, বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই চলছে। তৃণমূল যতখুশি কর্মসূচি করছে। শুধু বিজেপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। এদিকে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হরভজন সিংও টুইট করেছেন। তাঁর সেই টুইটের জবাবও দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।