Monday, June 16, 2025
Latestরাজ্য​

আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে চালু পাশ-ফেল

কলকাতা: আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ-ফেল প্রথা চালু করা হবে, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। কালীপুজোর পরই এ বিষয়ে বিজ্ঞপ্তি পাওয়া যাবে বলে খবর।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বলেন, মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের সুপারিশের সঙ্গে সাম্যতা রেখে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাস-ফেল ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও নবম শ্রেণীতে উত্তীর্ণ হতে হলে পাশ করতেই হবে পড়ুয়াদের।

এর আগে ২০১০ সালে কোনও পড়ুয়াকেই অষ্টম শ্রেণী পর্যন্ত না আটকানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। শিক্ষাজগতের একাংশ এর বিরোধিতা করেন, তাঁদের যুক্তি, এর ফলে নিম্নমানের ছাত্র তৈরি হবে। তাঁদের মতে, পাশ-ফেল প্রথা বাতিল হওয়ায় শিক্ষা ব্যবস্থারই পায়ে কুড়ুল মারা হয়েছিল।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, নবান্নে ফের পাশ-ফেল চালু করার প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবেরই অনুমোদন দিল নবান্ন। আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল চালু হবে।