Wednesday, November 19, 2025
রাজ্য​

বিহার মডেল অনুযায়ী হতে পারে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন

কলকাতা: সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে বিহার মডেল অনুযায়ী নির্বাচন হতে পারে। রাজ্যের বর্তমান আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমনটাই জানালো ভারতের নির্বাচন কমিশন (‌ECI‌)। করোনা আবহেই গতমাসে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে, পশ্চিমবঙ্গে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়ন ও নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু করার দাবি জানিয়েছে বিজেপি। ভোটের আগে প্রচার পর্বে হিংসা রুখতেই নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

বৃহস্পতিবার এক শীর্ষ নির্বাচনী আধিকারিক বলেন, এদিন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্যের একাধিক আইএএস ও আইপিএস অফিসারের সঙ্গে বৈঠক করেছেন। বিভিন্ন জেলার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন। বিহারের প্রধান নির্বাচনী কর্মকর্তা এইচ আর শ্রীনিবাসও ছিলেন। করোনা পরিস্থিতিতে বিহারে কিভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে জানান শ্রীনিবাস।

এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের আইন–শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। আধিকারিকরা রাজ্য প্রশাসনকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার নির্দেশ দেন।

জানা গেছে, শুক্রবার সুদীপ জৈনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি দল আসবে উত্তরবঙ্গে। সেখানে জেলা প্রশাসনের একাধিক কর্তাব্যক্তির সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এই দল দিল্লি গিয়ে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট পেশ করবে। তার পরই জানুয়ারি মাসে রাজ্যে আসবে নির্বাচন কমিশনের সম্পূর্ণ বেঞ্চ।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।