রাষ্ট্রীয় একতা দিবস পালনের কেন্দ্রীয় কর্মসূচি পালন করবে না রাজ্য সরকার
কলকাতা: আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন পালনের কেন্দ্রীয় কর্মসূচি ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালন নিয়ে কেন্দ্রের ফরমান মানবে না রাজ্য সরকার। রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠানেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশমতো দিনটি পালন করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর অভিযোগ, এভাবে এক-একটি ‘দিবস’ পালনের নির্দেশ জারি করে ‘রাজনীতি’ করছে কেন্দ্র।
৩১ অক্টোবর সর্দার পটেলের জন্মদিনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার সারা দেশেই বিশেষ কর্মসূচি নিয়েছে। তারই অঙ্গ হিসাবে ইউজিসি-র তরফে বিশ্ববিদ্যালগুলিকে কয়েকটি কর্মসূচি পালন করতে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে মঙ্গলবার শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতা-আমলের নেতাদের নিয়ে এসে রাজনীতি করা হচ্ছে। শুধু রাজনীতিই নয়, কেন্দ্রের বিজেপি সরকার মেরুকরণের চেষ্টা করছে। আমরা এসব মানব না।
ইউজিসি-র সচিব রজনীশ জৈন চিঠি দিয়ে জানিয়েছেন, ঐক্য, সংহতি ও সুরক্ষার মতো বিষয়গুলিতে ছাত্র, শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মীরা ‘রান ফর ইউনিটি’-তে অংশ নিন। শপথে কী বলা হবে, নির্দেশিকার সঙ্গে তা ইংরেজি ও হিন্দিতে লেখা রয়েছে। কোনও প্রতিযোগিতা, কুইজ, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, বিতর্কসভার আয়োজন করতে বলা হয়েছে। এনসিসি ইউনিট থাকলে সেনাবাহিনীর বর্তমান বা প্রাক্তন কোনও অফিসারকে আমন্ত্রণ জানিয়ে দেশের একতা, সুরক্ষার ওপর ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। গোটা অনুষ্ঠানটি ইউজিসি-র ইউনিভার্সিটি অ্যাক্টিভিটি মনিটরিং পোর্টালে আপলোড করতে বলা হয়েছে।