Monday, June 16, 2025
Latestরাজ্য​

কেন্দ্রের প্রকল্পে মমতার না, বছরে ৬০০০ টাকা পাবেন না বাংলার ৭০ লাখ কৃষক

কলকাতা: ফের সামনে এল কেন্দ্র-রাজ্য সংঘাতের চিত্র। এবার সৌজন্যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা। আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্পে সামিল হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় কৃষকরা তিনটি কিস্তিতে বছরে ৬০০০ টাকা পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গ কোনও তালিকা জমা দেয়নি, এর ফলে বঞ্চিত হবেন রাজ্যের প্রায় ৭০ লাখ কৃষক।

কর্ণাটকের টুমাকুরুর জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রাজনৈতিক কারণের মাশুল গুনতে হচ্ছে কৃষকদের। সব রাজ্যের জন্যই সমান বরাদ্দ দেওয়া হয়েছে। আগে যেখানে সরকারি প্রকল্পের টাকা হাত বদল হতে হতে গরিবদের কাছে পৌঁছত না এখন দিল্লি থেকে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে।


প্রধানমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক কারণে একাধিক অবিজেপি রাজ্যে কেন্দ্রের এই কৃষাণ প্রকল্প কার্যকর করা হচ্ছে না। যার ফলে বঞ্চিত হচ্ছেন সেই রাজ্যের কৃষকরা। মোদী বলেন, এই প্রকল্পে প্রায় ৬ কোটি কৃষকের জন্য ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।

তবে এবারই প্রথম নয়, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও সংঘাত হয়েছিল কেন্দ্র ও রাজ্যের। লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদী নিয়ম করে বলে গিয়েছিলেন, তৃণমূল সরকার গরিবদের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করছে।