Friday, June 20, 2025
Latestরাজ্য​

পশ্চিমবঙ্গের দুই জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি করছে রাজ্য সরকার

কলকাতা: বিভিন্ন অপরাধমূলক কাজে গ্রেফতার হওয়া বিদেশি নাগরিকদের রাখার জন্য দুটি আটক শিবির গড়ে তুলছে। তবে জানা গেছে, এই আটক শিবিরগুলির সঙ্গে এনআরসির সঙ্গে একেবারেই কোনও সম্পর্ক নেই। রাজ্যের প্রতিমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ওই লক্ষ্যে ইতিমধ্যেই নিউ টাউন অঞ্চলে জমি কেনার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে। দ্বিতীয় আটক শিবিরটির জন্য উত্তর ২৪ পরগনার বনগাঁতে জমির সন্ধান করছে রাজ্য সরকার।

প্রতিমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, বনগাঁতে কোন জমিটি নেওয়া হবে সেটি ঠিক না হওয়া পর্যন্ত সেখানকার একটি সরকারি ভবনকেই অস্থায়ীভাবে বিদেশি নাগরিকদের থাকার জন্য দ্বিতীয় শিবির হিসাবে ব্যবহার করা হতে পারে। তিনি বলেন, এই আটক শিবিরগুলি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তৈরি হচ্ছে, কেননা শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বিচারের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের স্থানীয় কয়েদিদের সঙ্গে রাখা উচিত নয়।

উজ্জ্বল বিশ্বাস বলন, অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই ক্যাম্পের সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই। কারামন্ত্রী স্পষ্ট করে বলেন, বিদেশি বন্দিদের জন্যই তৈরি করা হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প। তিনি জানান, বিভিন্ন অপরাধে যুক্ত থাকার জন্য গত কয়েক বছরে প্রায় ২৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মদ্যে ১৪০ জনকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি ১১০ জন বিভিন্ন সংশোধনাগারে বন্দি রয়েছেন। এই বন্দিদের আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই তাদের জন্যই তৈরি করা হচ্ছে ডিটেনশন ক্যাম্প।

উজ্জ্বল বিশ্বাস কেন্দ্রীয় সরকারের ২০১৪ সালের একটি নির্দেশের কথা উল্লেখ করে বলেন, সেই সময় দেশের সমস্ত রাজ্যকে অবৈধ অভিবাসী এবং বিচারাধীন বিদেশি নাগরিকদের রাখার জন্য কমপক্ষে একটি আটক শিবির স্থাপন করতে বলা হয়েছিল। বন্দিদের বেশির ভাগই আফ্রিকা মহাদেশের দেশ নাইজেরিয়ার। ড্রাগ পাচার থেকে প্রতারণা-সহ বিভিন্ন মামলায় বন্দি রয়েছেন তারা। তাদের আলাদা করতেই এই ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে।