গণপিটুনি রুখতে এবার বিশেষ আইন করছে রাজ্য সরকার
কলকাতা: গণপিটুনি রুখতে ৩০ আগস্ট বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, গণপিটুনিতে মৃত্যুতে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। একই সঙ্গে অপরাধীর যাবজ্জীবন সাজা।
গণপিটুনিতে কেউ আহত হলে দোষী ব্যাক্তির তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা পর্যন্ত জমিমানা অথবা শুধু ৩ বছরের জেল অথবা সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছে আদালত। গণপিটুনিতে যদি কেউ গুরুতর আহত হন, সেক্ষেত্রে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ তিন লক্ষ টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সঙ্গে তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা শুধু যাবজ্জীবন কারাবাসের বিধি ধার্য করা হয়েছে।
দেশের বিভিন্ন জায়গার মতো পশ্চিমবঙ্গেও একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। কখনও চোর সন্দেহে, কখনও ছেলেধরা সন্দেহে রাস্তায় ফেলে জনতার বেদম প্রহারে শুধুমাত্র সন্দেহের বশে প্রাণ হারিয়েছেন অনেকে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৭ জুলাই সুপ্রিম কোর্ট গণপিটুনির শাস্তিবিধান সংবলিত রায় দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে সব রাজ্যকে আইন তৈরির নির্দেশ দেয় শীর্ষ আদালত।