Friday, March 21, 2025
রাজ্য​

কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্পের ১৬২.০৬ কোটি টাকা ফেরালেন মমতা

কলকাতা: গত বুধবার লোকসভা নির্বাচনে দলের ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারে রাজ্যের সফল প্রকল্পের উদাহরণ তুলে ধরে জাতীয় স্তরেও উল্লেখযোগ্য বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। ‘মোদী-শাহ’ জুটির শাসনে দেশের অবস্থা নিয়ে উদ্বেগের পাশাপাশি ইস্তেহারে ঠাঁই পেয়েছে নোট বাতিল, কর্মসংস্থান, জিএসটির মতো ইস্যুগুলি।

সূত্রের খবর অনুযায়ী, বুধবার দলের ইস্তেহার প্রকাশের সময়েই কেন্দ্র থেকে পাঠানো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএমজেএওয়াই)-র টাকা ফিরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত বড় সরকারি স্বাস্থ্য বীমা সারা বিশ্বেই বেনজির।

কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্পের জন্য রাজ্যে প্রেরিত ১৬২.০৬ কোটি টাকা কেন্দ্রকে গত বুধবারই ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য এবং কর্মসূচীর জন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা করা ছেড়ে দিয়েছে রাজ্য সরকার।

এনডিএ সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পেরই একটি ভাগ পিএমজেএওয়াই। গত বছর ২৩ সেপ্টেম্বর প্রকল্পটি চালু করে কেন্দ্র। প্রকল্প অনুযায়ী দেশের ১০.৭৪ কোটি দুঃস্থ পরিবার বছরে ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পাবে। ৫০ কোটির কাছাকাছি মানুষ এর সুবিধা ভোগ করতে পারবেন।