৭ নভেম্বর থেকে বাংলায় নিষিদ্ধ গুটখা ও তামাক, নিয়ম ভাঙলেই কড়া শাস্তি
কলকাতা: আগামী ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটখা ও তামাক নিষিদ্ধ ঘোষণা করল রাজ্য সরকার। ফুড সেফটি কমিশনারের পক্ষ থেকে সম্প্রতি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে এ রাজ্যে গুটখা, পানমশলা, ও তামাক প্রকাশ্যে উৎপাদন, বিক্রি নিষিদ্ধ। কেউ করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলেই গণ্য হবে।
৭ নভেম্বর জাতীয় ক্যানসার সচেতনতা দিবস ওইদিন থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা হবে। তামাক, গুটখা সেবনের ফলে ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়। তাই এই দিনই নিষেধাজ্ঞা জারি করা হবে। রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনার এই সংক্রান্ত একটি নোটিশ জারি করেছেন। তাতে বলা হয়েছে, যাতে নিকোটিন আছে, তা তৈরি করা, মজুদ করা বা বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ। যদিও এই নির্দেশিকায় সিগারেটের কোনও উল্লেখ নেই।

এই নিষেধাজ্ঞা মাত্র এক বছরের জন্য। কারণ, ‘চিউয়িং টোব্যাকো’ আইন মোতাবেক খাদ্য সামগ্রীর তালিকাভুক্ত। তাই এক বছরের বেশি ‘নিষিদ্ধ’ করা যায় না। প্রতি বছর ‘রিনিউ’ করতে হয় নিষেধাজ্ঞার। ৭ নভেম্বর থেকে এক বছর সময়ের জন্য রাজ্যে গুটখা, পানমশলা, ও তামাক প্রকাশ্যে মজুত এবং বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য নিরাপত্তা আধিকারিক তপন কান্তি রুদ্র।