৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন, ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ: মমতা
কলকাতা: রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতা এবং উত্তর ২৪ পরগনার পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে। এই অবস্থায় করোনা মোকাবিলায় সেপ্টেম্বরেও সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আগামী ৭, ১১ এবং ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এখনও করোনা আক্রান্তের খবর আসছে এবং কোনও জেলায় হয়তো একটু কম, কোনও জেলায় একটু বেশি হচ্ছে। আক্রান্তে সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে। ট্রেসিং, টেস্টিং এবং ট্রিটমেন্ট – এই তিনটের উপরই আমাদের নজর রাখছি। মাস্ক পরবেন। হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও নজরে রাখুন।
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজ বন্ধ থাকবে। সামাজিক দূরত্ব মেনে মেট্রো চললে আপত্তি নেই। এ ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ কথা বলতে পারে। হটস্পট শহর থেকে সপ্তাহে ৩দিন বিমান চললে আপত্তি নেই। ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩দিন উড়ানে আপত্তি নেই।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার বাড়ছে। ৩৯ লাখ মানুষ সরাসরি বিভিন্ন প্রকল্পের টাকা পাবেন। সরাসরি প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। ১০ লাখের মধ্যে প্রায় ৬ লাখ শ্রমিককে কাজের ব্যবস্থা করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের ১০০দিনের কাজের প্রকল্পে যুক্ত করা হয়েছে।


