পশ্চিমবঙ্গে করোনায় সুস্থতার হার ৯১ শতাংশ
কলকাতা: ধীরে ধীরে মারণ ভাইরাস করোনাকে হারিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে পশ্চিমবঙ্গ। শনিবার করোনাকে হারিয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৪৭৯ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৪ শতাংশ। যা রীতিমতো করোনা জয়ে আশা আলো জাগাল।
শনিবার বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের ৩৮২৩ জন। বর্তমানে পশ্চিমবঙ্গে সক্রিয় করোনা রুগীর সংখ্যা ৩০ হাজার ৭৯২ জন।
শনিবার করোনায় রাজ্যে মৃতের সংখ্যা ৫৩। তার মধ্যে ১৩ জন কলকাতার আর ১৩ জন উত্তর ২৪ পরগনা জেলার। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মারা গিয়েছেন ৭৬১০ জন।
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, মোট মৃতের মধ্যে ৮৩.৭ শতাংশ অর্থাৎ ৬৩৭০ জনের মৃত্যু হয়েছে মূলত কোমর্বিডিটির জেরে। গত ৩৪ ঘণ্টায় রাজ্যে মোট ৪৪ হাজার ১২৭টি নমুনা করোনার জন্য পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৮.২৭ শতাংশ নমুনার ফলাফল পজিটিভ এসেছে।


