Tuesday, March 25, 2025
রাজ্য​

এবার ‘মিশন ২০২১’, বিধানসভা জয়ের নয়া রুটম্যাপ বঙ্গ বিজেপির

কলকাতা: ২০১৯-এর লোকসভা নির্বাচনে ৪২-এর মধ্যে ১৮টি আসন জয়লাভের পর এবার ২০২১-এ রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রুটম্যাপ তৈরী করছে বঙ্গ বিজেপি। বিজেপি সূত্রে খবর, পুজোর পর থেকেই এ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করে দেবে বিজেপি নেতৃত্ব।

পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা আসনে নির্বাচন হয়। রাজ্যে ক্ষমতা দখলের জন্য ১৮০ আসনে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সরকার গড়তে ম্যাজিক ফিগার ১৪৮। ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। তার আগেই বাংলার দলীয় নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন অমিত শাহ।

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ১৮০টি আসন জয়ের লক্ষ্যে আলোচনা হয়েছে। বিজেপির অন্যতম কেন্দ্রীয় সম্পাদক ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত দলের সহনেতা সুরেশ পূজারি জানানন, লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি যে ফল করেছে, তাতে স্পষ্ট বিধানসভা ভোটে দল আরও ভালো ফল করবে। এক্ষেত্রে ১৫০টি আসনের বেশি টার্গেটে পৌঁছতে বিজেপির কোনো অসুবিধা হবে না।

দলীয় সূত্রে খবর, ২০১৯-এর লোকসভা নির্বাচনে যে ফর্মুলায় সাফল্য এসেছে, সেই একই ফর্মুলাকে অনুসরণ করে তৈরি হচ্ছে ‘মিশন ২০২১’-এর রুট ম্যাপ।  ‘মিশন ২০২১’কে সামনে রেখে সংগঠন মজবুত করার কাজ ইতিমধ্যেই শুরুও করে দিয়েছে দিলীপ ঘোষ-মুকুল রায়-কৈলাস বিজয়বর্গীয়রা।