Thursday, November 13, 2025
রাজ্য​

করোনা আক্রান্ত দিলীপ ঘোষ, ভর্তি হাসপাতালে

কলকাতা: করোনা আক্রান্ত হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে ভর্তি করা হয়েছে সল্টলেকের আমরি হাসপাতালে। জ্বর আসায় তাঁকে করোনা পরীক্ষা করা হয়। শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিলীপ ঘোষকে হাসপাতালের এইচডিএই–তে রাখা হয়েছে। তাঁর শরীরে ১০২ ডিগ্রি জ্বর রয়েছে। বিজেপি সভাপতিকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। সেই সাথে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধ।

উল্লেখ্য, সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দিলীপবাবু। সব কাজ বাতিল করে সেদিন ঘরে থাকেন তিনি। ৩ দিন কেটে যাওয়ার পর শুক্রবার প্রবল জ্বরে কাহিল হয়ে পড়েন তিনি। করোনা পরীক্ষা করা হয় তাঁর। এদিন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি করোনা আক্রান্ত হন রাজ্য বিজেপির আরেক নেতা অনুপম হাজরা। আপাতত সুস্থ রয়েছেন, আইসিইউ–তে রয়েছেন তিনি। অনুপম হাজরার পর দিলীপ ঘোষের করোনা আক্রান্তের খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে রাজ্যের গেরুয়া শিবিরে।