সিবিআইয়ের র‍্যাডারে পশ্চিমবঙ্গের ৮৬ জন প্রভাবশালী, দাবি সূত্রের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর দুর্নীতির অভিযোগ সামনে উঠে আসছে। নিয়োগ দুর্নীতি, গরু পাচার-সহ বিভিন্ন মামলায় ইতিমধ্যেই অনেককেই আটক করেছে সিবিআই। এবার সূত্রের খবর, সিবিআইয়ের র‍্যাডারে ৮৬ জন প্রভাবশালী।

উল্লেখ্য, ইডি-সিবিআই অনেক আগেই দাবি করেছিল, বাংলায় দুর্নীতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দীর্ঘদিন তদন্তের পরে গোয়েন্দাদের নজরে রাজ্যের ৮৬ জন প্রতিনিধি।

সূত্রের খবর, এই ৮৬ জনের মধ্যে কাউন্সিলর, মন্ত্রী, জেলা পরিষদ, পঞ্চায়েত স্তরের সদস্যরাও রয়েছে। রয়েছে কলকাতা পুরনিগমের ১৩ জন কাউন্সিলরও।

সূত্রের দাবি, স্থানীয় নেতা-কর্মীরাও দুর্নীতে ব্যাপকভাবে জড়িত। নিয়োগ দুর্নীতির টাকা তাদের হাত বদল হয়েই মূলপান্ডাদের হাতে এসে পৌঁছেছে।