Thursday, September 19, 2024
দেশ

এয়ার স্ট্রাইকে আদৌ কি কোনও জঙ্গি মারতে পেয়েছে ভারত? প্রশ্ন মমতার

কলকাতা: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় বায়ুসেনা পাকিস্থানের জঙ্গিঘাঁটি আদৌ বোমা মেরে উড়িয়ে দিতে পেরেছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নবান্ন থেকে বেরানোর সময় মুখ্যমন্ত্রী বলেন, যুদ্ধ, যুদ্ধ করছে! মিডিয়া যুদ্ধ করছে। আজ পর্যন্ত বিরোধী দলগুলির সঙ্গে একটাও বৈঠক করেননি। পুলওয়ামার ঘটনার পর এয়ার স্ট্রাইকে কত জন এবং কারা মারা গিয়েছে? আদৌ কেউ কি মারা গিয়েছে? আদৌ বোমাটা ঠিক জায়গায় পড়েছে?

মোদীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, দেশমাতাকে ভালোবাসি। সেনা জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করতে চাই না। ভোটের ফায়দা তোলার জন্য রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দ্য ওয়াশিংটন পোস্ট, রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে এমন কোনও ঘটনাই ঘটেনি। বোমা হামলায় মানুষ মারা যায়নি। কেউ বলছে একজন মারা গিয়েছে। সত্যটা কী? আমরা সেনার সঙ্গে আছি। আমরা চাই, সেনাকে সত্যি কথাটা বলার সুযোগ করে দেওয়া হোক। রাজনীতির প্রয়োজনে যুদ্ধ চাই না। নির্বাচন জেতার জন্য যুদ্ধ চাই না।

মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণ রেখা পরিয়ে বালাকোটে একাধিক জঙ্গিঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। হাজার কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটিগুলিতে। প্রায় ৩৫০ জঙ্গিকে খতম করা হয়েছে বলে খবর।