Wednesday, April 23, 2025
দেশ

৩০০ মোবাইল কি গাছেরা ব্যবহার করছিল? প্রশ্ন রাজনাথের

ধুবরি: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্থানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর এয়ার স্ট্রাইকে মৃত্যুর সংখ্যা জানতে কংগ্রেসকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর অভিমত, কংগ্রেসের যদি প্রয়োজন হয়, তবে পাকিস্তানে গিয়ে কতজন জঙ্গির মৃত্যু হয়েছে তারা যেন গণনা করে আসতে পারে।

মঙ্গলবার অসমের ধুবরি জেলার ঝগড়ারপার স্টেডিয়ামে একটি জনসভা থেকে বিরোধীদের তোপ দাগেন রাজনাথ। তিনি বলেন অন্য রাজনৈতিক দলের কিছু নেতারা প্রায়ই জিজ্ঞাসা করছেন এয়ার স্ট্রাইকে কতজন জঙ্গি মারা গেছেন। আজ অথবা আগামীকাল সেই সংখ্যাটা সামনে আসবে। পাকিস্তান এবং তাদের নেতারাই জানেন কতজন জঙ্গি মারা গেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিমান হামলার পর কি আমাদের বিমান বাহিনী সেখানে ১-২-৩-৪-৫ করে লাশ গুনবে? এটা কি ধরনের মজা?

ন্যাশনাল টেকনিকাল রিসার্চ অর্গানাইজ়েশন বা NTRO জানিয়েছে, ওই দিন (২৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ঠিক আগে বালাকোটে জইশ ক্যাম্পে ৩০০টি মোবাইল ফোন সক্রিয় ছিল। মোবাইল ফোনগুলি কি গাছেরা ব্যবহার করছিল ? আপনারা (বিরোধীরা) এখন কী NTRO-কেও বিশ্বাস করেন না ?