Sunday, June 22, 2025
Latestরাজ্য​

বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল, তবে শীত ভাব লাগলেও, এখনই শীত নয় রাজ্যে

কলকাতা: রাজ্যের উপকূলের জেলাগুলিতে তাণ্ডব চালিয়ে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান জানিয়েছেন, এখনও পর্যন্ত বুলবুলের তাণ্ডবে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, প্রায় তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে। সব মিলিয়ে এখনও পর্যন্ত সাড়ে ২৯ হাজারের মতো বাড়়ির পুরোপুরি বা আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে ফসলের।

ঘূর্ণিঝড়ের প্রভাবে একধাক্কায় অনেকটাই কমেছে রাজ্যের পারদ। রবিবার থেকে বঙ্গবাসীর মনে প্রশ্ন তাহলে কি এবার এসেই পড়ল শীত ? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তাপমাত্রা কমলেও রাজ্যে পাকাপাকিভাবে শীত পড়তে এখনও দেরি আছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় বুলবুলের পরে রাজ্যে আসতে চলেছে শীতের পরশ। বায়ুমণ্ডল জলীয়বাষ্প মুক্ত হওয়ায় উত্তরের ঠান্ডা হাওয়া ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হালকা ঠাণ্ডা লাগলেও এটাকে শীত বলা যাবে না।