Thursday, June 19, 2025
Latestদেশ

পরের যুদ্ধ আমরা দেশে তৈরি অস্ত্র দিয়েই জিতব: সেনাপ্রধান

নয়াদিল্লি: আগামী দিনে হুমকির জন্য কতটা প্রস্তুত ভারতীয় সেনা? এই প্রশ্নের জবাবে সেনাবাহিনীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি জানালেন, আগামী যুদ্ধে ভারত জয়লাভ করবে দেশীয় অস্ত্রের সাহায্যেই। তিনি বলেন, দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও পদক্ষেপ করেছে যাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় দেশীয় অস্ত্র ও প্রযুক্তিই ব্যবহার করা হয়।

ডিআরডিও ডিরেক্টরদের ৪১ তম সম্মেলনে এসে সেনাপ্রধান বলেন, ডিআরডিও পদক্ষেপ করেছে যাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় দেশীয় অস্ত্র ও প্রযুক্তিই ব্যবহার করা হয়। আগামী যুদ্ধে আমরা জিতব দেশীয় অস্ত্রসম্ভারের সাহায্যেই। তিনি জানান, ৫২টি গবেষণাগারে সমৃদ্ধ সরকারি সংস্থা ডিআরডিও সামরিক গবেষণা ও উন্নতির জন্য কাজ করে চলেছে। এর মধ্যে রয়েছে অ্যারোনেটিক্স, ল্যান্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ক্ষেপণাস্ত্র, নৌ ব্যবস্থা, যুদ্ধের সরঞ্জাম।

সেনাপ্রধান বলেন, দেশের প্রতিরক্ষা ক্ষেত্র ক্রমবর্ধমান। এবং এখন সময় এসেছে ভবিষ্যতের দিকে তাকানোর। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সাইবার, মহাকাশ প্রযুক্তি, লেজার, ইলেকট্রনিক্স রণসম্ভার ও রোবটিক্সের উন্নতির মধ্যেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের রণকৌশল।

সেনাপ্রধান বলেন, কোনও রণসম্ভারের গবেষণা ও তার উৎপাদনের মধ্যে সময়ের ব্যবধান কমানো দরকার। সেজন্য সার্ভিস আধিকারিকদের গবেষণার সঙ্গে যুক্ত করা উচিৎ। সেনা আধিকারিক ও ডিআরডিও-র যৌথ গবেষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যৌথ প্রকল্পে সাফল্য ও ব্যর্থতা যুগ্ম দায়িত্বে এসে পড়ে। ফলে আমরা একে অপরের দিকে আঙুল তুলতে পারব না।