Saturday, June 21, 2025
Latestদেশ

ফের চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করা হবে: ইসরো প্রধান

নয়াদিল্লি: চন্দ্রযান-২ অভিযানের ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে অবতরণের আগ মুহূর্তে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু, চন্দ্র অভিযান এখানেই শেষ নয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো প্রধান কে শিবন জানিয়েছেন, অদূর ভবিষ্যতে ফের চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের জোরদার চেষ্টা করবে ইসরো।

দিল্লি আইআইটির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, চন্দ্রযান-২ সম্পর্কে আমরা সবাই জানি। বিক্রম সফট ল্যান্ডিং করতে ব্যর্থ হওয়ায় ওই অভিযান পুরোপুরি সফল হয়নি। চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটার দূরে থাকতেই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। চন্দ্রযান-২ অভিযান থেকে বহু তথ্য মিলেছে। অভিজ্ঞতা সঞ্চয়, প্রযুক্তি সম্পর্কে অবগত হয়েছি। এগুলিকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে ফের চন্দ্র অভিযান হবে। আশা রাখছি তখন সফট ল্যান্ডিংয়ে সফলতা মিলবে। তিনি জানান, ফের চাঁদের দক্ষিণ মেরুতেই অবতরণের চেষ্টা করা হবে।

কে শিবন বলেন, আগামী কিছুদিনের মধ্যে চাঁদে সফট ল্যান্ডিংয়ের জন্য ইসরো তার যাবতীয় অভিজ্ঞতা, জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগাবে। তিনি জানান, আদিত্য এল-১ সোলার মিশন, মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যেও কাজ করে যাচ্ছে ইসরো। ডিসেম্বর কিংবা জানুয়ারিতে পাঠানো হবে প্রথম এসএসএলভি বা স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। শিগগিরই ২০০ টন ওজনের সেমি ক্রায়ো ইঞ্জিনের পরীক্ষা শুরু করা হবে।  এই অভিযান সফল হলে, মহাকাশবিজ্ঞানের ইতিহাসে সেরার শিরোপা ছিনিয়ে আনবে ভারত।

পাশাপাশি, ইসরো প্রধান পড়ুয়াদের দারিদ্র দূরীকরণ, ক্ষুধা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করার আর্জি জানান। কে শিবন বলেন, ভারত দরিদ্র দেশ নয়। নানান দিক থেকে ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে প্রথম সারিতে রয়েছে। আমরা অদূর ভবিষ্যতে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হওয়ার চেষ্টা করছি। কিন্তু গত কয়েক দশক ধরে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করতে পারিনি। সেগুলো আমাদের সমাধান করতে হবে।