দেশজুড়ে এনআরসি হবেই, হুঁশিয়ারি রাজনাথের
রাঁচি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি, দেশের সব রাজ্যেই হবে এনআরসি। ঝাড়খণ্ডের বোকারোয় এক নির্বাচনী জনসভা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, আমরা দেশের প্রতিটি রাজ্যে এনআরসি চালু করব। কে দেশের বৈধ নাগরিক আর কে অবৈধ অনুপ্রবেশকারী তা জানার অধিকার দেশবাসীর রয়েছে। তার জন্য কিছু রাজনৈতিক দল আমাদের সাম্প্রদায়িক বললেও আমাদের কিছু আসে যায় না।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে উপনির্বাচনে বিজেপির হারের পিছনে এই এনআরসিকেই দায়ী করছিলেন অনেকে। তবে নির্বাচনী ফল যাই হোক না কেন প্রতিশ্রতি মতো এনআরসি কার্যকর করতে বিজেপি যে বদ্ধপরিকর এদিন তা সাফ বুঝিয়ে দিলেন রাজনাথ সিং।
Defence Minister Rajnath Singh in Bokaro: We’ll implement National Register of Citizens (NRC) across all state of country. Every Indian has a right to know who are the illegal immigrants in their land. Some parties find our fault in this as well, they accuse us of being communal. pic.twitter.com/bBqh8lmFze
— ANI (@ANI) December 1, 2019
অযোধ্যায় প্রস্তাবিত রাম মন্দির তৈরি নিয়ে রাজনাথ সিং বলেন, আমরা যেমন প্রস্তাব দিয়েছিলাম তা মেনে আমরা রাম লাল্লার জন্মস্থানে সুবিশাল রাম মন্দির খুব শীঘ্রই নির্মাণ করব। এই প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী ইস্তেহারে আমরা যখন রাম মন্দির নির্মাণের কথা লিখেছিলাম তখন অনেকে হেসেছিল। কিন্তু এখন রাম মন্দির নির্মাণ আটকাবার ক্ষমতা কারও নেই।
ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন সম্পর্কে তিনি বলেন, প্রথম দফার নির্বাচনের পর এটা প্রমাণিত হয়ে গিয়েছে, বিজেপিই ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গঠন করবে।
রাজনাথ সিং বলেন, বিজেপিতে দুর্নীতিগ্রস্তদের কোনও স্থান নেই। কেউ বলতে পারবেন না, বিজেপির প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত।