Monday, March 17, 2025
Latestআন্তর্জাতিক

খুব শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করবে আমেরিকা: ডোনাল্ড ট্রাম্প

নিউ ইয়র্ক: ‘হাউডি মোদী’ ইভেন্টের ৪৮ ঘণ্টাও কাটল না, হিউস্টনের সেই ঐতিহাসিক অনুষ্ঠানের পরই আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯.৪৫ মিনিট নাগদ দুই দেশের রাষ্ট্রপ্রধান মুখোমুখি হলেন। ৪৮ ঘণ্টার মধ্যে ফের মোদীর সঙ্গে বৈঠকে বসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানালেন, দুই দেশের অর্থনীতির গতিকে আরও ত্বরান্বিত করতে খুব শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করবে তাঁর দেশ। ভারত ও আমেরিকার মধ্যে আলোচনায় কোনও বাণিজ্যচুক্তি নিয়ে কোনও আশা রয়েছে কিনা, প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমরা খুবই ভালো বৈঠক করছি। আমি মনে করি খুব দ্রুতই আমাদের বাণিজ্যচুক্তি হবে।


বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৪০ মিনিটের দ্বাপাক্ষিক বৈঠকে দীর্ঘভাবে সন্ত্রাসবাদের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং ডোনাল্ড ট্রাম্প। মোদী বলেন, সন্ত্রাসবাদের কারণে জম্মু ও কাশ্মীরে অন্তত কমপক্ষে ৪২,০০০ প্রাণহানি হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সারা বিশ্বের প্রয়োজন।

রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানেই দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা হয় বলে খবর।