Monday, March 17, 2025
Latestআন্তর্জাতিক

পাকিস্তানের হাত থেকে মুক্ত হতে চেয়ে মোদীর দারস্ত সিন্ধি, বালুচ, পাস্তো আন্দোলনকারীরা

হিউস্টন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর ঘিরে সাজ সাজ রব। চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে। নিউইয়র্ক থেকে হিউস্টন, সর্বত্রই মোদী অনুরাগীদের উৎসাহ চোখে পড়ার মতো। মোদীর সঙ্গে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করতে হাউস্টনে এনআরজি স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখালেন প্রবাসী বালোচ, সিন্ধি এবং পাস্তো সম্প্রদায়ের মানুষ।

কয়েকদিন আগেই পাকিস্তানের সিন্ধি সংগঠন মোদীকে তাঁদের হয়ে রাষ্ট্রপুঞ্জে সওয়াল করার দাবি জানিয়েছিলেন। পাকিস্তান থেকে আলাদা হওয়া জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। শনিবারই হিউস্টনে এসে পৌঁছেছেন সিন্ধি, বালুচ, পাস্তো সম্প্রদায়ের মানুষেরা। তাঁদের লক্ষ্য পাকিস্তানের হাত থেকে মুক্ত হতে চেয়ে ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করা।

সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, পাক সরকার বালোচ, সিন্ধ প্রদেশে মানবাধিকার লঙ্ঘন করেই চলেছে। তাই তাঁরা পাকিস্তান থেকে বেরিয়ে এসে স্বাধীন হওয়ার দাবি জানাচ্ছেন। নবি বক্সা বালুচ নামে বালুচ সম্প্রদায়ের এক প্রতিনিধি তুলে ধরেছেন ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা।


নবি বক্সা বালুচের আবেদন, ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন হতে যেভাবে সাহায্য করেছিল ভারত, সেইভাবেই পাকিস্তানের কবল থেকে মুক্ত হতে তাঁদের সাহায্য করুক ভারত ও মার্কিন য়ুক্তরাষ্ট্র। তিনি আরও জানান, মোদী ও ট্রাম্পের সমর্থন আদায় করতেই তাঁরা হিউস্টনে জমায়েত হয়েছেন।

তবে এবারই প্রথম নয়, এর আগেও আমেরিকায় বহুবার বিক্ষোভ দেখিয়েছেন বালোচের আন্দোলনকারীরা। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সফরেরও বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, বালোচে পাক সরকার মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। পাকিস্তানের হাত থেকে মুক্ত হতে চান তাঁরা।