Monday, March 17, 2025
আন্তর্জাতিক

রাষ্ট্রপুঞ্জে বালোচিস্তান প্রসঙ্গ উত্থাপনের জন্য ভারতের কাছে আহ্বান বালোচ নেতার

কোয়েটা: ১৯৪৮ সালে বালোচিস্তানের দখল নিয়েছিল পাকিস্তান। তারপর থেকেই চলছে আন্দোলন। বারবার বালোচিস্তান নিয়ে পাকিস্তানকে অস্বস্তিতে পড়তে হয়েছে। বালোচ নেতারা পাকিস্তানের হাত ছেড়ে ভারতের সঙ্গে মিশতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবার এক বালোচ নেতা রাষ্ট্রপুঞ্জে বালোচিস্তান প্রসঙ্গ উত্থাপনের জন্য ভারতের কাছে আহ্বান জানালেন।

১৯৯৬ সালে বালোচ নেতা হিরবায়ির মাররি বালোচ সংগ্রাম শুরু করেন। এখন তাঁরা মনে করছেন, ভারত এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে পাকিস্তানের হাত থেকে বালোচিস্তানের স্বাধীনতা এনে দিতে পারে।

এছাড়া গত কয়েকদিন ধরেই #BalochistanSolidarityDay ও #14AugustBlackDay এই দুটি হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ড করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে থাকা বালোচরা প্রকাশ্যে প্রতিবাদী হয়ে উঠেছেন।


প্রসঙ্গত, ২০১৭ সালের জুন মাসে জেনিভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের সভায় ভারতের তরফে বালোচিস্তান প্রসঙ্গ উত্থাপন করা হয়। পাকিস্তান বালোচিস্তানের নাগরিকদের উপরে নির্যাতন চালাচ্ছে বলে সভায় সরব হন ভারতীয় দূত রাজীব কে চান্দের। শুধু তাই নয়, পাক অধিকৃত কাশ্মীরেও পাইকারি হারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।