‘ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়’, রাষ্ট্রপুঞ্জে বললেন মোদী
নিউ ইয়র্ক: শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সম্মেলনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বকে একত্রিত এবং ঐক্যমত হতে হবে। ২০ মিনিটের ভাষণে মোদী বলেন, ভারত বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বুদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই বক্তব্য পেশ করছেন, তখন দর্শকাসনে বসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ভাষণে মোদী আরও বলেন, তাঁর সরকার বিশ্ববাসীর উন্নয়নে কাজ করছে। একইসঙ্গে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে একজোট হওয়ার জন্য বিশ্বকে একজোট হওয়ার আহ্বান জানান। কাশ্মীর ইস্যুতে তিনি বলেন, আমি মনে করি জঙ্গিবাদের বিরুদ্ধে সবার একজোট হয়ে লড়াই করা উচিৎ। কারণ তা রাষ্ট্রপুঞ্জের মতো একটি বিশ্বসংস্থার সবকয়টা প্রতিষ্ঠানের ভিত্তি নাড়িয়ে দিচ্ছে।
#WATCH New York, US: Prime Minister Narendra Modi at the #UNGA says, “Hum uss desh ke vaasi hain jisne dunia ko yuddh nahi Buddh diye hain, shanti ka sandesh diya hai.” pic.twitter.com/K1TNfRD5nX
— ANI (@ANI) September 27, 2019
ভারত বিশ্বকে শান্তির বার্তা দিচ্ছে বলে মোদী আরও বলেন, আমরা এমন একটি দেশের নাগরিক, যে দেশ বিশ্বকে শান্তির বার্তা পাঠিয়েছে, তাকে বুদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়। তাঁর কথায়, স্বামী বিবেকানন্দ ধর্ম সভায় মানবতা এবং শান্তির বার্তা দিয়েছিলেন, বিচ্ছেদের বার্তা নয়। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রেরও বিশ্বকে একই বার্তা- মানবতা এবং শান্তি।
মোদী বলেন, ভারত কয়েক হাজার বছরের পুরোনো একটি সভ্যতা এবং ঐতিহ্যগতভাবেই সকলের কল্যাণ ও সমৃদ্ধিতে বিশ্বাস করে। যে কারণে যুদ্ধ নয়, বিকাশকেই ভারত মূল লক্ষ্য। সবার সঙ্গ, সবার বিকাশ ও সবার বিশ্বাস- এই আমাদের স্লোগান।