আমাদের সময়ে JNU-তে টুকড়ে টুকড়ে গ্যাং ছিল না: বিদেশমন্ত্রী জয়শঙ্কর
নয়াদিল্লি: রবিবার সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার (JNU) ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, জেএনইউ এর ঘটনার ছবি দেখেছি। এই হিংসার তীব্র নিন্দা করছি। এটা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সংস্কৃতির বিরুদ্ধে। জয়শঙ্কর রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর, এমফিল এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যলয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি।
সংবাদ সংস্থা এএনআইকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বলেন, আমি নিশ্চিত ভাবে বলতে পারি, যখন আমি জেএনইউয়ে পড়তাম, তখন ওখানে কোনও টুকড়ে টুকড়ে বাহিনী দেখিনি। তিনি বলেন, জেএনইউয়ে কী ঘটছে, ছবিতেই দেখেছি। দ্ব্যর্থহীন ভাষায় হিংসার নিন্দা করছি। এটা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সংস্কৃতির বিরুদ্ধে।
#WATCH “I can certainly tell you, when I studied in Jawaharlal Nehru University (JNU), we didn’t see any ‘tukde tukde’ gang there,” EAM Dr S Jaishankar at an event in Delhi. pic.twitter.com/9IgIZKQolx
— ANI (@ANI) January 6, 2020
ঘটনার নিন্দা জানিয়েছেন জেএনইউয়ের প্রাক্তনী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরামন। তিনি বলেন, জেএনইউ খোলা বিতর্ক এবং মতামতের, তবে হিংসার নয়। এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি। এই সরকার সমস্ত পড়ুয়ার জন্য বিশ্ববিদ্যালয় নিরাপদ করে তুলতে চায়।
ছাত্র সংসদের অভিযোগ, ঘটনায় জড়িত রয়েছে এবিভিপি। যদিও এবিভিপির অভিযোগ, তাদের সদস্যদের ওপর হামলা চালিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসে ফ্ল্যাগমার্চ করেছে তারা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।