Thursday, December 12, 2024
রাজ্য​

১৫ জুলাই মাধ্যমিকের ফল, ১৭ জুলাই প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: বুধবার, ১৫ জুলাই ২০২০ সালের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। মঙ্গলবার নবান্নে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু করোনা মোকাবিলায় লকডাউন জারি করার আগে মাধ্যমিকের সবকটি পরীক্ষা হয়ে গিয়েছিল, তাই সম্পূর্ণ মেধাতালিকতা প্রকাশ করা হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ১৭ জুলাই, আগামী শুক্রবার প্রকাশিত হতে পারে উচ্চ উচ্চমাধ্যমিকের ফল। তবে লকডাউন জারি করার উচ্চমাধ্যমিক চলাকালে লকডাউন জারি করা হয়েছিল। তাই কয়েকটি বিষয়ের পরীক্ষা বাকি থাকায় সম্পূর্ণ মেধাতালিকতা প্রকাশ করা হবে না।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত হবে। তবে মার্ক শিট নিতে স্কুলে যেতে পারবেন না পড়ুয়ারা। মার্ক শিট ও সার্টিফিকেট নিতে স্কুলে যেতে হবে অভিভাবকদের। ফল প্রকাশের আগে এদিন পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বুধবার বেলা ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। বেলা ১০.৩০ মিনিট থেকে http://wbbse.org/ ওয়েবসাইটে জানা যাবে পরীক্ষার ফল। তিনি আরও জানান, বুধবারই মার্ক শিট হাতে পাবেন না পড়ুয়ারা। আগামী ২২ অথবা ২৩ জুলাই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে অভিভাবকদের স্কুলে গিয়ে সংগ্রহ করতে হবে মার্ক শিট ও সার্টিফিকেট।