Tuesday, November 18, 2025
রাজ্য​

তৃণমূলের চাপ বাড়িয়ে HRBC-এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী

কলকাতা: বৃহস্পতিবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের (HRBC) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই ইস্তফার পর শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব এবং দলত্যাগের জল্পনা আরও তীব্র হলো। শুভেন্দু অধিকারীর ইস্তফার পর HRBC-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ‘নবান্ন’ ভবনটি HRBC-র তৈরি। ভবনটি আগে HRBC ভবন নামেই পরিচিত ছিল। বিদ্যাসাগর সেতু-সহ দক্ষিণবঙ্গের একাধিক বড় সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে HRBC-এর।

বৃহস্পতিবার কোনও কারণ ছাড়াই সংস্থার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর ইস্তফা গ্রহণ করছে রাজ্য সরকার। রাতারাতিই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই পদে বসাল রাজ্য সরকার। কল্যাণের নিয়োগপত্র ইতিমধ্যেই রাজভবনে রাজ্যপালকে পাঠিয়েছে নবান্ন।

তাহলে এবার কি তৃণমূলকে বিদায় জানাবেন শুভেন্দু অধিকারী? তাঁর ঘনিষ্ঠদের কথায়, শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যেই আক্রমণ করা হচ্ছে, তাই পদ ছেড়ে পালটা দিলেন তিনি।

প্রশ্ন উঠছে এরপর কোন পদ ছাড়বেন তিনি? আপাতত তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে শুভেন্দু অধিকারীর। তবে আলোচনার মাধ্যমে কি সেই দূরত্ব কাটবে নাকি শেষ পর্যন্ত তৃণমূলকে বিদায় জানাবেন তিনি? সেটা না হয় সময়ই বলবে।