সিবিআইকে রাজ্যে ঢুকতে দেবেন না মমতা, বিজ্ঞপ্তি জারি নবান্নের
কলকাতা: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা দিয়েছেন, এখন থেকে সিবিআই রাজ্যে কোনও তল্লাসি চালাতে পারবে না। তদন্তের জন্যেও রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। শুক্রবার নেতাজি ইন্ডোরে দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে চন্দ্রবাবু নাইডুর সিদ্ধান্তকে সমর্থন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ প্রসঙ্গেই চন্দ্রবাবুকে সমর্থন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন। উনি সিবিআইকে রাজ্যে ঢোকার অনুমতি দেবেন না। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, আমিও আইনটা দেখে নেব। আগে প্রয়োজন ছিল না। কারণ বিজেপি পার্টি অফিস থেকে নির্দেশ দেয়। অযথা হয়রানি করার মনোভাব রয়েছে- এমন অভিযোগে সিবিআইকে রাজ্যে ঢুকতে না দেওয়ার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার।
Andhra Pradesh CM Chandrababu Naidu has done the right thing in saying that he won’t allow Central Bureau of Investigation (CBI) in his state: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/OZVATm6mP7
— ANI (@ANI) 16 November 2018
মুখ্যমন্ত্রীর অভিযোগ, সিবিআই বর্তমানে কেবলমাত্র তদন্ত সংস্থা নেই, তা বিজেপির নিয়ন্ত্রিত এক সংস্থায় পরিণত হয়েছে। সিবিআই স্বাধীনভাবে কাজ করছে না, বিজেপির দলীয় দফতর থেকেই সম্পূর্ণ নিয়ন্ত্রিত হচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, অভিযোগ মমতার।
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেরাজ্যে সিবিআই কোনও তল্লাশি অভিযান চালাতে পারবে না। রাজ্যে ঢুকতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। সিবিআইয়ের কাজ অন্ধ্রপ্রদেশের দুর্নীতিদমন শাখা দেখবে। নতুন নির্দেশ অনুযায়ী রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় যেকোনও প্রতিষ্ঠানে সন্দেহ মনে হলে তল্লাশি চালাতে পারবে রাজ্যের দুর্নীতি দমন শাখা।