নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বলিউড তারকারা, দেখুন ভিডিওতে
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থনে মুম্বাইয়ের এক হোটেলে নৈশভোজের আয়োজন করেছিল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল ও বিজেপির সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডার নেতৃত্বে সেই নৈশভোজে উপস্থিত ছিলেন বলিউডের তারকারা।
যা নিয়ে টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে বিজেপি। সেই ভিডিওতে দেখা গিয়েছে, গায়ক শান, অভিনেত্রী তানিশা মুখার্জি, রণবীর শোরে এবং পরিচালক অনিল শর্মা-সহ অন্যদের। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে ওই নৈশভোজের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এই নৈশভোজে বলিউডের অনেক তাবড় তারকা অনুপস্থিত ছিলেন।
টুইটারে বিজেপি লিখেছে, সিএএ কোনও ভারতীয় নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য। দেখুন এ বিষয়ে বলিউডের তারকারা কী বলেছেন। গায়ক শান বলেছেন, সিএএ একটি গঠনমূলক আইন। পড়শি মুসলিম অধ্যুষিত দেশ থেকে বিতাড়িত সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতেই এই আইন।
The Citizenship Amendment Act, 2019 does not affect any Indian citizen.
Watch what the artists have to say about CAA. #IndiaSupportsCAA pic.twitter.com/Bn8exkC1HC
— BJP (@BJP4India) January 8, 2020
বলিউড অভিনেত্রী কাজলের বোন তথা অভিনেত্রী তানিশা মুখার্জি বলেন, এই সংশোধিত আইনের অংশ হয়ে তিনি খুব আনন্দিত এবং গর্বিত। রণবীর শোরে বলেছেন, আমি আগেই এই আইনকে সমর্থন করেছি। এটি একটা মানবিক আইন।