Thursday, April 24, 2025
দেশ

পাইলটরা কি বিমান থেকে নেমে মৃত জঙ্গিদের গুনবে ? প্রশ্ন রাজনাথের

নয়াদিল্লি: পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিরোধীরা। অভিযানে কতজন জঙ্গি মারা গেছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিরোধীরা। এবার বিরোধীদের একহাত করে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযান শেষে পাইলটরা কি যুদ্ধবিমান অবতরণ করে কতজন জঙ্গি মারা গেছে তা গুনবে ? এটা কি তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে ?

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বায়ুসেনার এই অভিযান প্রশংসনীয়। কিন্তু, কিছু মানুষ যারা এই অভিযান নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের প্রশ্ন করতে চাই যে, পাইলটরা কি অভিযানের পর বিমান অবতরণ করে মৃত জঙ্গিদের দেহ গুনবে ?