Sunday, June 22, 2025
Latestদেশ

শীতকালীন অধিবেশনে খোলামেলা-উচ্চমানের বিতর্কের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আজ, সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। ২০টি অধিবেশনের দিন রয়েছে। মোট ২৬ দিন ধরে চলবে শীতকালীন অধিবেশন পর্ব। কেন্দ্রে দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পরে এটি দ্বিতীয় অধিবেশন। সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সব দলের সাংসদদের প্রতি সকল বিষয়ে খোলামেলা আলোচনার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এই অধিবেশনে বিভিন্ন বিষয়ে দারুণ বিতর্ক চাইছি এবং আশা করি এক্ষেত্রে সব দলের সাংসদরাই ইতিবাচক এবং সক্রিয় ভূমিকা নেবেন। যেমন তাঁরা পূর্ববর্তী অধিবেশনগুলিতে করেছিলেন। নমো বলেন, এটি ২০১৯ সালের শেষ সংসদ অধিবেশন। এই অধিবেশন আরও গুরুত্বপূর্ণ কারণ এটি রাজ্যসভার ২৫০তম সংসদ অধিবেশন। এই অধিবেশন চলাকালীনই, দেশ সংবিধান দিবস বা প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) পালন করবে, এই বছরেই আমাদের সংবিধানের ৭০ বছর পূর্ণ হবে।

মোদী বলেন, এই অধিবেশনে উচ্চমানের বিতর্ক হওয়া উচিৎ যাতে সমস্ত সাংসদরাই অবদান রাখবেন বলে আশা করছি। তিনি বলেন, পূর্ববর্তী অধিবেশনে, যে অভূতপূর্ব সাফল্য পাওয়া গেছে, সব দলের সাংসদরাই ইতিবাচক ভূমিকা নিয়েছেন, সেই কারণেই অধিবেশন সাফল্যমণ্ডিত হয়েছিল।


প্রসঙ্গত, মোদী সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে সংসদের গত অধিবেশনে তিনটি মূল বিল পাস করেছে। বিলগুলি হল- জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের জন্য ৩৭০ বাতিলের জন্য বিল, জাতীয় তদন্ত সংস্থা সংক্রান্ত সংশোধনী বিল এবং তিন তালাক বাতিল।