রাজ্যে বিজেপির প্রচারে আসছেন একঝাঁক শীর্ষ বিজেপি নেতা
কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে এবার চমক দিতে চলেছে বিজেপি নেতৃত্ব। প্রচারে রাজ্যে আনা হচ্ছে একঝাঁক হেভিওয়েট নেতা, মন্ত্রী। ইতিমধ্যেই দিল্লি থেকে সেই তালিকা এসে পৌঁছেছে বিজেপির রাজ্য সদর দপ্তরে। বিজেপির দাবি, প্রচারে যারা আসছেন, তাঁদের নামের তালিকা দেখলে নাকি ঘুম উড়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এই সমস্ত হেভিওয়েট ভিভিআইপি-রা যাতে দ্রুত সভাস্থলে পৌঁছতে পারেন, তার জন্য বিজেপির পক্ষ থেকে দুটি হেলিকপ্টারের ব্যবস্থাও করা হয়েছে। এই হেলিকপ্টারগুলিতে চারজন বসা যাবে। আর খুব ছোটো জায়গাতেই ল্যান্ড করতে পারবে। রথযাত্রার কর্মসূচিকে সামনে রেখে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই ৪২টি বড় জনসভা ছাড়াও প্রায় ১০০টি ছোটো জনসভা করারও পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এতগুলি জনসভায় দলের শীর্ষ নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা যাতে দ্রুত পৌঁছাতে পারেন তার জন্যই হেলিকপ্টার আনা হচ্ছে।
রাজ্যে প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ধর্মেন্দ্র প্রধান, মন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং, প্রতিরক্ষা মন্ত্রী নীর্মলা সীতারমন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুব দাস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, একদিকে মোদী-অমিত ঝড়। অন্যদিকে যোগী ঝড়। আমরা রথযাত্রাকে সামনে রেখে গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব।