Sunday, September 15, 2024
দেশ

‘কংগ্রেস প্রার্থী পাকিস্তানি হলেও তাকে ভোট দিন’

লখনউ: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ফুটছে গোটা দেশ। এই অবস্থাতে পাকিস্তানের নাম করে কংগ্রেসের জোটসঙ্গী এমন মন্তব্য করে বসলেন, যা নতুন করে বিপাকে ফেলেছে রাহুল গান্ধীকে। উত্তরপ্রদেশের এক নির্বাচনী জনসভায় কংগ্রেসের শরিক মহান দলের প্রধান কেশব দেব মৌর্য্য এক বিস্ফোরক মন্তব্য করে বসেন।

মোরাদাবাদের এক জনসভায় ভোটারদের কাছে কেশব দেব মৌর্য্য আহ্বান জানান, কংগ্রেসের হাত চিহ্ন দেখে সবাই ভোট দিন। কে প্রার্থী হল তা দেখার দরকার নেই। হাত চিহ্ন দেখলেই ভোট দিন। সেই প্রার্থী যদি পাকিস্তানিও হন, তবু ভোট দিন।

এসময় ওই জনসভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশে কংগ্রেস সভাপতি রাজ বব্বর। হাজির ছিলেন রশিদ আলভি ও নাজিমুদ্দিন সিদ্দিকীর মত তাবড় কংগ্রেস নেতারা। সেখানেই কেশব মৌর্য্য বলেন, প্রার্থী কে সেটা বড় কথা নয়। বড় কথা হল তিনি কংগ্রেসের প্রার্থী। কংগ্রেস প্রার্থী হলে তাঁকেই ভোট দেওয়া উচিত। প্রার্থী নিজে ভালো কি খারাপ, তা দেখার দরকার কোনও দরকার নেই। চোখ বুজিয়ে ভোট দিন, সে প্রার্থী যদি পাকিস্তান থেকেও আসে, তবুও।

তার এই মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়াতেও উঠেছে সমালোচনার ঝড়। তাঁর এই মন্তব্যে কেউ বলেছেন, এই এলেন আর এক কেজরীবাল। কেউ আবার বলেছেন, শুধু পাকিস্তানি কেন, আতঙ্কবাদী হলেও তাঁকে ভোট দেব! তবে কংগ্রেসকে ভোট দেব না।