২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকবেন পুতিন, শুভেচ্ছা জানালেন মোদী
মস্কো: ২০২৪ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বর্তমান ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে সংবিধান সংশোধনের মাধ্যমে পুতিনের রাষ্ট্রনায়ক থাকার সময়সীমা আরও দুই মেয়াদ বাড়ানো হল। আরও ১২ বছর দেশকে নেতৃত্ব দিতে পারবেন তিনি। সংবিধান সংশোধনের জন্য গণভোটের আয়োজন করা হয়।
৯৮ শতাংশ ভোট গণনার পর দেখা গিয়েছে, বেশির ভাগ মানুষই আরও ১২ বছর পুতিনকে ক্ষমতায় দেখতে চাইছেন। অর্থাৎ বেশির ভাগ মানুষ সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন। বর্তমানে পুতিনের বয়স ৬৭ বছর। এই ভোটে জয়ের ফলে ৮৩ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন তিনি।
রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ৭৭.৯৯ শতাংশ ভোট পড়েছে পুতিনের পক্ষে, অর্থাৎ সংবিধান সংশোধনের পক্ষে। আর মাত্র ২১.২ শতাংশ ভোট পড়েছে বিপক্ষে। কমিশনের তরফে বলা হয়েছে, ভোট স্বচ্ছ এবং সঠিক ভাবেই গণনা করা হয়েছে।
উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন ভ্লাদিমির পুতিন। প্রসঙ্গত, সংবিধান সংশোধনের এই ভোটে রাশিয়ার শতকরা ৬৫ ভাগ ভোটার ভোট দিয়েছেন। করোনা আবহে ভিড় এড়াতে ৭ দিনব্যাপী এই গণভোট অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবারই পুতিনকে ফোনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণভোটে জয়লাভের জন্য পুতিনকে শুভেচ্ছা জানান মোদী। পাশাপাশি, করোনা মোকাবিলায় একইসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন তাঁরা।