Tuesday, November 18, 2025
বিনোদন

মাত্র ২৮ বছর বয়সে আত্মঘাতী হলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী ভি জে চিত্রা

চেন্নাই: গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন তামিলনাডুর জনপ্রিয় টিভি অভিনেত্রী ভি জে চিত্রা (V.J. Chitra)। বুধবার ভোরে চেন্নাই শহরতলির এক হোটেলের ঘরে ২৮ বছর বয়সী অভিনেত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। চলতি বছরের আগস্টে ব্যবসায়ী হেমন্তের সঙ্গে এনগেজমেন্ট হয় তাঁর। মাস কয়েক পরেই তাঁদের বিয়ের কথা ছিল। তবে তার আগেই রহস্যমৃত্যুতে চিত্রার জীবন থমকে গেল।

জানা গিয়েছে, চেন্নাই শহরতলির ওই হোটেলে প্রেমিক তথা হবু স্বামী হেমন্তের সঙ্গে বসবাস করতেন অভিনেত্রী। মঙ্গলবার শ্যুটিং সেরে রাত আড়াইটে নাগাদ হোটেলে ফিরেন চিত্রা। তার পরেও তাঁর সঙ্গে কথা হয় হেমন্তর। হেমন্ত জানিয়েছেন, হোটেলে ফেরার পরে চিত্রা শৌচাগারে স্নান করতে যান। কিন্তু এরপর দীর্ঘ ক্ষণ কেটে গেলেও কোনও সাড়া না পেয়ে শৌচাগারের দরজায় ধাক্কা দেন হেমন্ত।

অনেক বার ধাক্কা দেওয়ার পর কোনও উত্তর না পেয়ে হোটেলকর্মীদের খবর দেন হেমন্ত। ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের দরজা খোলা হয়। শৌচাগারের দরজা খুললে চিত্রাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। রাত সাড়ে তিনটে নাগাদ পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে চেন্নাই পুলিশ (Chennai Police)।

১৯৯২ সালের ২ মে জন্মগ্রহণ করেন চিত্রা। তামিল অনুষ্ঠানে সঞ্চালনা দিয়ে ২০১৩ সালে থেকে অভিনয় জীবন শুরু। কয়েক বছরেই জনপ্রিয় হয়ে উঠেন। জনপ্রিয় টিভি শো ‘পান্ডিয়ান স্টোর্স’-এ অভিনয় সূত্রে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ছিলো। চিন্না পাপা পেরিয়া পাপা, সর্বানন মীনাটচি, ডার্লিং ডার্লিং, ভেলুনাচি প্রমুখ সিরিয়ালে অভিনয়ের সূত্রে মাত্র ৭ বছরের কেরিয়ারেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান চিত্রা। অভিনয়ের পাশাপাশি, মক্কাল টিভি, জয়া টিভি ও জি তমিজ চ্যানেলে বিভিন্ন হিট শোয়ের সঞ্চালনাও করেছেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।