রাজ্যে গেরুয়া ঝড়! মমতার গড়ে ১৮ আসন বিজেপির
কলকাতা: অবশেষে সত্যিই পালাবদল ঘটতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যত বাণী ‘৪২ এ ৪২’কে কার্যত নস্যাৎ করে প্রাথমিক গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে সবুজ শিবির অনেকটাই বিপর্যস্ত গেরুয়া ঝড়ে।
সর্বশেষ খবর অনুযায়ী, ২৩টি আসন পেয়ে সার্বিক ভাবে তৃণমূল এগিয়ে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে ইতিমধ্যেই নিঃশ্বাস ফেলছে বিজেপি। রাজ্যে তাদের আসন সংখ্যা ১৮। কংগ্রেস এগিয়ে আছে একটি আসনে। সপ্তদশ লোকসভা নির্বাচনে মোদী ম্যাজিকে বামেরা কার্যত ধুয়ে মুছে সাফ। একটি আসনেও এগিয়ে নেই বামেরা।
West Bengal: Visuals of celebrations outside BJP office in Kolkata. #LokSabhaElectionsResults2019 pic.twitter.com/JuOe9mvRau
— ANI (@ANI) May 23, 2019
এখনও পর্যন্ত ভোটের হার…
তৃণমূল ৪৫.৭%
বিজেপি ৩৯.৫%
বাম ৬.৯২%
এই মুহূর্তে খুশির হাওয়া বইছে রাজ্য বিজেপি দফতরে। উল্লসিত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এবারের নির্বাচনে দিদি ফিনিশ। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, মুখ্যমন্ত্রীর ক্যারিশমা এবার যেন কিছুটা হলেও ম্লান। সারদা-নারদা-রাজীব কুমার সহ একাধিক অঘটনে কিছুটা হলেও বিপর্যস্ত তৃণমূল।