Monday, March 17, 2025
বিনোদন

অনুষ্কার সঙ্গে প্রথম আলাপে খুব নার্ভাস হয়ে হাস্যকর জোক বলেছিলাম: বিরাট কোহলি

মুম্বাই: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড তারকা অনুষ্কা শর্মার একটি শ্যাম্পুর কমার্শিয়াল অ্যাড-এর সুবাদে প্রথম দেখা হয়েছিল। কিন্তু আপনারা জানেন কি, অনুষ্কাকে প্রথম দেখার পর বিরাট কোহলির অবস্থা কেমন হয়েছিল? বিরাট কোহলি খুবই নার্ভাস হয়ে গিয়েছিলেন। অকপটে জানালেন সেই কথা।

গ্রাহাম বেনসিঙ্গারের একটি শো ‘ইন ডেপ্থ উইথ গ্রাহাম বেনসিঙ্গার’ -তে বিরাট কোহলি জানিয়েছিলেন, যখন তাঁর সাথে অনুষ্কার প্রথম সাক্ষাৎ হয়েছিল, তখন বিরাট খুবই ঘাবড়ে গেছিলেন, কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। বিরাট অনুষ্কাকে জোক শুনিয়েছিলেন, কারণ কি করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না।

প্রথম সাক্ষাতে অনুষ্কার সাথে কি কথা হয়েছিল, তা কোহলির মনে আছে কিনা, জানতে চাওয়া হলে ৩০ বছর বয়সী বিরাট একটু চমকে উঠে বলেন, আমি এমন কিছু বলে ফেলেছিলাম, যা হয়তো বলা উচিত হয়নি।

কোহলি বলেন, অনুষ্কা হিলস পরে শুটিং-এর জায়গায় এসেছিলেন, যার ফলে তার থেকে তাকে বেশি লম্বা দেখাচ্ছিল। তাই বিরাট একটু মজা করেই বলেন, এর থেকে উঁচু হিলস আর বাজারে ছিল না? আমাকেও ওর থেকে বেশি হিলের জুতো দিন। তিনি আরও বলেন, তারপর জানিয়েছিলাম যে, আমি একটু মজা করছি। এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।