Tuesday, June 24, 2025
Latestখেলা

সপ্তম ডাবল সেঞ্চুরি কোহলির, ভাঙলেন ব্র্যাডম্যানের রেকর্ড

পুনে: চলতি বছর টেস্টে সেঞ্চুরি না পাওয়ার জন্য় বিরাট কোহলির সমালোচকরা মুখ খুলেছিলেন। শুক্রবার সকালেই তাঁদের মুখ বন্ধ করে দিয়ে কেরিয়ারের ২৬ নম্বর টেস্ট সেঞ্চুরি করলেন কোহলি। পরে কিং কোহলি তাঁর টেস্ট কেরিয়ারের সপ্তম দ্বি-শতরান পূর্ণ করেন। বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের সেরা ব্য়াটসম্য়ানদেরই একজন।

দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের পরে কোহলি আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন। দ্রুত ১৫০ পেরিয়ে যান তিনি। ভারত অধিনায়ক হিসেবে এই নিয়ে নবম বার এই কীর্তি গড়লেন তিনি। আর এর ফলে তিনি ভেঙে দিলেন কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের রেকর্ড। অধিনায়ক হিসেবে সবথেকে বেশি ১৫০র অধিক রানের ইনিংস খেলার কৃতিত্ব এর আগে ছিল ডন ব্র্যাডম্যানের। তিনি আটবার এই স্কোর করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।


প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি হাকানো মায়াঙ্ক আগরওয়াল এই টেস্টেও সেঞ্চুরি করেন। চেতেশ্বর পূজারা করে যান ৫৮। এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। ৩ উইকেটে ২৭৩ রান থেকে খেলা শুরু করে ভারত দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনও উইকেট হারায়নি টিম ইন্ডিয়া।

লাঞ্চের পর কেশব মহারাজের বলে ৫৯ রান করে আউট হয়ে যান অজিঙ্কা রাহানে। বিরাট পূর্ণ করেন তাঁর দ্বিশতরান। এদিন কোহলি দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাজার রান পূর্ণ করলেন। এর আগে বীরু ২০টি ইনিংসে এক হাজারি হয়েছিলেন। কোহলি নিলেন ১৯টি ইনিংস।