মোদীর সুন্দরী মেক আপ আর্টিস্ট, মাইনে ১৫ লাখ, খবরটি পুরোপুরি ভুয়া
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি সম্প্রতি সুন্দরী এক তরুণীকে মেক আপ আর্টিস্ট হিসাবে নিযুক্ত করেছেন। তাঁর মাসিক বেতন নাকি ১৫ লাখ টাকা। সেই সুন্দরী তরুণী আবার রীতিমতো সাজিয়েও দিচ্ছেন প্রধানমন্ত্রীকে। এ হেন ছবি সম্বলিত খবরে বর্তমানে উত্তাল সেশ্যাল মিডিয়া।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উপরের ছবি সহ ‘খবর’টি ফেসবুকে পোস্ট করেন আদিত্য চতুর্বেদী নামের জনৈক ব্যক্তি। তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এই ‘খবর’ ও ছবি পোস্ট করলে সেটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ফেসবুকে আদিত্য নিজেকে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে বর্ণনা করেছেন। তাঁর এই পোস্টের পরে চলতে থাকে মোদীকে নিয়ে ট্রোল। তবে অনেকেই অবশ্য এই ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশও করেন।
Viral Fake Alert: Has PM Modi Hired A Makeup Artist At 15 Lakh Rupees A Month?https://t.co/bRwmmsLq7M via @boomlive_in
— BOOM FactCheck (@boomlive_in) 24 October 2018
পরে জানা গিয়েছে, পুরো ঘটনাটি আসলে ভিন্ন। মোদীর মেক আপ বা ১৫ লাখি মাইনে এই দুটোর কোনওটিই সত্য নয়। এই ছবিটি লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামের। সেখানে মোদীর এক মোম-মূর্তির ‘মেক আপ’ সারছিলেন মিউজিয়ামেরই এক কর্মী। সেই ছবিকেই রং চড়িয়ে ‘মোদীর মেক আপ আর্টিস্ট’-এর গল্প হিসাবে বাজারে ছাড়া হয়েছে।
জানা গিয়েছে, লন্ডনের মাদাম তুসো মিউজিয়াম ছাড়াও সিঙ্গাপুর, হংকং ও ব্যাঙ্ককের মিউজিয়ামেও নরেন্দ্র মোদীর মূর্তি বসবে। প্রতিটি মূর্তি তৈরি করতে খরচ পড়েছে ১৫০,০০০ ব্রিটিশ পাউন্ড, ভারতীয় অর্থমূল্যে যা ১ কোটি ৪১ লাখেরও কিছু বেশি।