প্রত্যেক বিক্ষোভকারীকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
লখনউ: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদীদের কঠোরভাবে শায়েস্তা করল উত্তরপ্রদেশের যোগী প্রশাসন। দমনমূলক ব্যবস্থা নিয়ে গোটা দেশে তুমুল সমালোচনা হলেও রাজ্যের পুলিশ-প্রশাসনের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মনে করেন, কঠোর পদক্ষেপের মাধ্যমেই রাজ্যে শান্তি ফিরিয়ে আনা হয়েছে। এই দমনমূলক পদক্ষেপ ন্যায়সঙ্গত। কঠোর পদক্ষেপই বিক্ষোভকারীদের চুপ করিয়ে দিতে পেরেছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় দাবি করেছে, রাজ্যে বর্তমানে শান্তি ফিরে এসেছে।
हर दंगाई हतप्रभ है।
हर उपद्रवी हैरान है।
देख कर योगी सरकार की सख्ती मंसूबे सभी के शांत हैं।
कुछ भी कर लो अब, क्षतिपूर्ति तो क्षति करने वाले से ही होगी, ये योगी जी का ऐलान है।
हर हिंसक गतिविधि अब रोयेगी क्योंकि यूपी में योगी सरकार है। #TheGreat_CmYogi
— Yogi Adityanath Office (@myogioffice) December 27, 2019
মুখ্যমন্ত্রীর ঘোষণা, জনগণের সম্পত্তি যাঁরা নষ্ট করবে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে টুইটে জানানো হয়েছে, হিংসার পথ বেছে নেওয়া প্রত্যেক বিক্ষোভকারী এখন কান্নাকাটি করছে। প্রতিবাদকারী এখন কান্নাকাটি করবে কারণ প্রশাসন কঠোরভাবে তাদের দমন করেছে। টুইটের হ্যাশট্যাগ ছিল # গ্রেট_সিএম যোগী।
যোগী সরকারের তরফে টুইটে লেখা হয়, যে সমস্ত লোক সহিংস বিক্ষোভের পথ বেছে নিয়ে জনগণের সম্পত্তি নষ্ট করেছে এখন তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। পুলিশ জানিয়েছে, মোট ৪৯৮ জন লোককে সনাক্ত করেছে, যাদের ক্ষতিপূরণ দিতে বলা হবে।