Sunday, June 22, 2025
Latestদেশ

আমার অবস্থানকেই স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট: লালকৃষ্ণ আডবাণী

নয়াদিল্লি: অযোধ্যায় বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের দাবিতে তিনি দেশজুড়ে রথযাত্রা করেছিলেন। বাবরি মসজিদ ধ্বংসের দিন লালকৃষ্ণ আডবাণী বলেছিলেন, আজ আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। শনিবার ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণার পর প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী বলেন, আমার অবস্থান যথার্থ প্রমাণিত হল।

রাম মন্দির আন্দোলনের পুরোধা বলেন, শীর্ষ আদালত সর্বসম্মতভাবে রায় দিয়ে অযোধ্যায় জন্মভূমিতে ভগবান রামের বিশাল মন্দির তৈরির পথ করে দেওয়ায় ‌‌আমার অবস্থান যথার্থ প্রমাণিত হল‌। রাম মন্দির তৈরির পক্ষে রায় ঘোষণার পর নিজেকে ধন্য মনে করছি।


৯২ বছর বয়সী আডবাণী রায় ঘোষণার দিনটিকে তাঁর স্বপ্নপূরণের দিন বলে উল্লেখ করে বলেন, সর্বশক্তিমান ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছিলেন ভারতের স্বাধীনতার পর সর্ববৃহৎ এই গণ আন্দোলনে সামান্য অবদান রাখার। এর যা লক্ষ্য ছিল তাকেই আজ সম্ভব করে তুলল সুপ্রিম কোর্টের রায়।

আডবাণী আরও বলেন, আমি বরাবরই বলে এসেছি, ভারতের সংস্কৃতি ও সভ্যতায় রাম ও রামায়ণের বিশেষ জায়গা আছে। আমাদের কাছে রাম জন্মভূমি পবিত্র জায়গা। তাঁদের বিশ্বাস ও আবেগের প্রতি শ্রদ্ধা জানানো হল। দীর্ঘদিন ধরে চলা মন্দির-মসজিদ বিবাদের অবসান ঘটলো।