Thursday, June 19, 2025
Latestদেশ

‘চন্দ্রযান ২’ অভিযান ব্যর্থ হওয়ার প্রকৃত কারণ জানালো কেন্দ্র

নয়াদিল্লি: ‘চন্দ্রযান-২’ চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগমুহূর্তে গতিবেগের তারতম্যের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে মহাকাশযানটির ল্যান্ডার ‘বিক্রম’। লোকসভায় ‘চন্দ্রযান ২’-এর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলে তার উত্তরে একথা জানায় প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

মহাকাশ বিভাগের দায়িত্ব থাকা জিতেন্দ্র সিং আরও জানান, গতিবেগে বদলের জেরে নির্দিষ্ট জায়গার থেকে ৫০০ মিটার দূরে হার্ড ল্যান্ড করে বিক্রম। তিনি জানান, ল্যান্ডার বিক্রমের অবতরণের প্রথম ধাপ সঠিক ভাবে সম্পন্ন হয়। চন্দ্রপৃষ্ঠের প্রথম পর্যায়ে চাঁদের ওপরে ৩০ কিলোমিটার উচ্চতা থেকে ৭.৪ কিলোমিটার উচ্চতায় গতিবেগ সেকেন্ড প্রতি ১৬৮৩ মিটার থেকে ১৪৬ মিটারে কমিয়ে আনে বিক্রম। তবে দ্বিতীয় পর্যায়ে গতিবেগ যে মাত্রায় কমার কথা ছিল, তার চেয়ে বেশি মাত্রায় কমে যায়। এর ফলে ল্যান্ডিং সাইট থেকে ৫০০ মিটার দূরে হার্ড ল্যান্ড করে বিক্রম।

জিতেন্দ্র সিং জানান, অবতরণ ব্যর্থ হলেও অন্য কাজগুলো সফলভাবেই করেছিল বিক্রম। ঠিকঠাক ভাবে কাজ করছে চন্দ্রযান-২ এর অরবিটার। প্রতি মুহূর্তে তথ্য পাঠাচ্ছে। অন্তত ৭ বছর অরবিটার সক্রিয় থাকবে।

উল্লেখ্য, গত ২২ জুলাই ‘চন্দ্রযান-২’ উৎক্ষেপণ করা হয়। ৭ সেপ্টেম্বর যানটির ল্যান্ডার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল। কিন্তু অবতরণের ঠিক আগ মুহূর্তে ইসরোর সাথে বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের।