Monday, November 17, 2025
দেশ

বিরাট সাফল্য, বিজয় মাল্যর ১৬ লাখ ইউরো মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

প্যারিস: ফের বিপাকে পড়লেন ফেরার ঋণ খেলাপি অভিযুক্ত বিজয় মাল্য়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুরোধে এবার ফ্রান্সে লিকার ব্য়ারনের সম্পত্তি বাজেয়াপ্ত করল ফ্রান্স সরকার। প্রায় ১.৬ মিলিয়ন ইউরো, যা ভারতীয় মুদ্রায় ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

এক বিবৃতিতে ইডি জানিয়েছে, তাদের অনুরোধে ফ্রান্সের ৩২ অ্য়াভিনিউ FOCH-এ মাল্য়র সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ফরাসি প্রশাসন। বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ১৬ লাখ ইউরো। তদন্তে দেখা গিয়েছে, একটা বড় পরিমাণ অর্থ কিংফিশার বিমান সংস্থার অ্যাকাউন্ট থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির মামলায় অভিযুক্ত কিংফিসার এয়ারলাইন্স লিমিটেডের মালিক ও লিকার ব্যবয়াসী বিজয় মাল্য় ভারত থেকে পালিয়ে যান। ২০১৯ সালের জানুয়ারিতে পিএমএলএ আইনের আওতায় তাকে আদালত ফেরার ঘোষণা করেছিল। ২০১৬ সালের মার্চ থেকে তিনি ব্রিটেনে রয়েছেন। তাকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ভারত সরকার।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।