চিনা প্রতিপক্ষকে হারিয়ে ভিয়েতনাম ওপেন খেতাব জিতলেন সৌরভ ভর্মা
হো-চি-মিন: শনিবার রাতেই বেলজিয়াম ইন্টারন্যাশনালের খেতাব জিতেছেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। এরপর রবিবার আরও একটি খেতাব জিতল ভারত। ভিয়েতনাম ওপেনের ফাইনালে চিনের সান ফেই জিয়াংকে হারিয়ে ভিয়েতনাম ওপেন খেতাব জিতলেন ভারতীয় শাটলার সৌরভ ভর্মা।
দাপটের সঙ্গেই প্রথম গেম জিতেছিলেন মধ্যপ্রদেশের শাটলার সৌরভ। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ভারতীয় শাটলারকে দ্বিতীয় গেমে হারিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন চীনের সান। কিন্ত চাপে না পরে তৃতীয় গেমে আবার জয় ছিনেয়ে নেন সৌরভ। তিন গেমের লড়াই তিনি জিতলেন ২১-১২,১৭-২১, ২১-১৪ গেমে। এই নিয়ে টানা তিনবার সৌরভ হারালেন সান ফেই জিয়াংকে।
হো-চি-মিন সিটিতে ফাইনালে গেমের মিড-ব্রেকে সৌরভ ১১-৪-এ এগিয়ে ছিলেন। কিন্তু দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান প্রতিপক্ষ চিনের সান ফেই। ২১-১৭তে দ্বিতীয় গেম জিতে নেন সান। তবে তৃতীয় গেমে আবার জয় ছিনেয়ে নেন সৌরভ। ২১-১৪তে তৃতীয় সেট জিতে ভিয়েতনাম ওপেন পকেটে পুরে ফেলেন সৌরভ।
ভিয়েতনাম ওপেনের খেতাব জিতে সৌরভ বলছেন, এই সপ্তাহের খেলা নিয়ে আমি খুশি। তিন জন জাপানি শাটলারের সঙ্গে খেলছি, যারা সবাই আক্রমনাত্মক খেলতে ভালোবাসে। তাই এই টুর্নামেন্ট জিততে পেরে আমার খুবই ভালো লাগছে। আগামী দিনে এই জয় আমাকে অনেকটাই আত্মবিশ্বাস জোগাবে।